অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে এবার বিশ্বের শীর্ষ ধনীদের মুকুট ছিনিয়ে নিয়েছেন প্রত্যাশামতোই টেসলা কর্তা ইলন মাস্ক । নতুন বছরে বিশ্বের শীর্ষ ধনীদের ৩৬তম তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন।

মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারের দাম ৩৩ শতাংশ বাড়ার তার এই উত্থান। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ছাড়াও ইলন মাস্কের আছে বোরিং, নিউরালিংক, ওপেন এআই নামের বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। গতবারের শীর্ষ ধনী জেফ বেজোসের তুলনায় ইলন মাস্ক ৪৮ বিলিয়ন ডলার এগিয়ে আছেন। অর্থাৎ বেজোসের সম্পদের পরিমাণ ১৭১ বিলিয়ন ডলার। এ ছাড়াও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনা আছেন তালিকার তিনে। তালিকার চতুর্থ স্থানে আছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২৯ বিলিয়ন ডলার। তবে সেরা দশ শীর্ষ ধনীর তালিকায় মেটা প্রধান মার্ক জাকারবার্গের নাম নেই। ৬৭.৩ বিলিয়ন ডলার নিয়ে তালিকার ১৫তম অবস্থানে আছেন তিনি।