Blogging আপনার জীবনের সেরা পেশা ও নেশা হতে পারে

ওরে বাপরে বাপ, আপনি কি আমাকে ব্লগার এর কথা শিখাতে চাচ্ছেন? মাফও চাই দোয়া চাই, এসব বইলেন না, লোক সমাজে মুখ দেখাতে পারবো না। এই হলো সাধারণ পাবলিকদের মতামত। কিন্তু আপনি কী ঐ পাবলিকদের মতো? মনে হয় না। আপনি তো ব্লগিং করতে চাচ্ছেন দেশ ও দেশের জনগণের জন্য। এটা কল্যাণকর হতে পারে।