যারা নিজেদের অধীনে থেকেই সাবলম্বি হতে চান, ব্যবসার মত ফ্রিল্যান্সিং পেশাটাও কিন্তু মন্দ নয়। বর্তমানে যুগে তরুন যুবকরা প্রমান করেছে যে, এর মাধ্যমে একটি ভালমানের ইনকামের সুযোগ রয়েছে। তাই আজকের লেখার বিষয়টি নির্দিষ্ট করেছি “Freelancing স্বাধীনচেতাদের প্রথম পছন্দ হয়তোবা”
ফ্রিল্যান্সিং এর ইতিহাস
অর্থের বিনিময়ে স্বাধীনভাবে কাজ করা যোদ্ধাদের থেকেই ফ্রিল্যান্সিংয়ের উৎপত্তি। যতদূর জানা যায়, ১৮১৯ সালে ওয়ালটার স্কট (Walter Scott) নামক লেখকের বইয়ে ফ্রিল্যান্সিং শব্দটির প্রথম ব্যবহার পরিলক্ষিত হয়।
ফ্রিল্যান্সিং কাকে বলে
ফ্রিল্যান্সিং [Freelancing] শব্দটির শাব্দিক অর্থ হলো- মুক্তপেশা। অর্থ্যাৎ কারো অধীনে না থেকে মুক্তভাবে আয়ের মাধ্যমকে মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং বলা হয়। যারা মুক্তপেশায় আয় করেন তাদের মুক্তপেশাজীবী বা ফ্রিল্যান্সার [Freelancer] বলা হয়।
বর্তমানে অনলাইনে কাজটি বেশি পরিচিত বা জনপ্রিয় মাধ্যম। তাই ঘরে বসেই কাজটি করা যায় বিধায় দেশ বিদেশের হাজারো ক্লায়েন্টের সাথে ব্যবসায়িক পরিচিতি লাভ করে। প্রচলিত আয় থেকে অনলাইনের মাধ্যমে আয়ের সুযোগ একটু বেশিই বটে। তবে এখানে কাজের দক্ষতা যথেষ্ট পরিমানে না থাকলে আয়ের সম্ভাবনা ক্ষীন।
জনপ্রিয় মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং
কয়েকটি মুক্তপেশা ইতোমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নিয়েছে। যার মধ্যে ওয়েব সাইট তৈরি, সফটওয়ার তৈরি, গ্রাফিক ডিজাইন, ব্যানার, ম্যাগাজিন কাভার, লগো তৈরি, ছবি এডিটিং, ওয়েব সাইটের জন্য কন্টেন্ট লেখা, অনুবাদ করা, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এনিমেশন তৈরি, গেম বানানো, ডাটা এন্টি ইত্যাদি।
আপনি যদি নতুন হয়ে থাকেন তবে যেকোন একটি বিষয় সিলেক্ট করে কাজ শিখতে পারেন। অথবা একেক করে সবগুলোই ইউটিউব অথবা ঐ সম্পর্কিত ওয়েব সাইট থেকে সাধারণ ধারণা নিতে পারেন। কারণ কোন একটি কাজ সম্পর্কে প্রথমেই স্পষ্ট ধারণ থাকা ঐ কাজে সফলতার অর্ধেক বলে আমি মনে করি। নতুবা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোন একটি কাজ শুরু করার পর মনে হলো না এটাতো ভালো লাগছে না অন্যটা শিখি। যার ফলে আপনার সময়, শ্রম ও অর্থ ও মনোবল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং আগে অধিকাংশগুলো সম্পর্কে ধারণা নিন বা ভালো কোন পরামর্শকের পরামর্শ নিন। তারপর শিখার জন্যে কঠোর অধ্যবসায়ে লেগে পড়ুন।
তবে মুক্তপেশার কোন শেষ নেই। নিত্য নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। পাশাপাশি দক্ষ ফ্রিল্যান্সা বা মুক্তপেশাজীবীও তৈরি হচ্ছে।
মুক্তপেশার জনপ্রিয় ওয়েব সাইট
সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার কারণে আমরা খুব সহজেই মুক্তপেশার জনপ্রিয় ওয়েব সাইট গুলো সম্পর্কে জানতে পারছি।
ওয়েব সাইটগুলোকে ফ্রিল্যান্সারগণ মার্কেটপ্লেস বলে থাকেন। এই মার্কেটপ্লেস থেকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একটি স্মার্ট আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, আই রাইটার, পিপল পার আওয়ার, গুরু, নিরানব্বই ডিজাইন, এসইও ক্লার্ক ইত্যাদি।
আপনার দক্ষতা অর্জন হলে তারপর এইসব মার্কেটপ্লেসে একাউন্ট করুন। এবং আপনার কাজের কিছু পোর্টফোলিও সেখানে জমা করে কাজে বিড করুন। তবে আপনি ১০০% নিশ্চিত হলেই কেবল কোন একটি কাজে বিড করার সিদ্ধান্ত নিন।
চলবে…………..