টুইটার একটি অন্যতম যোগাযোগের মাধ্যম। এখানে অধিকাংশ রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিশ্বের নামিদামি গুণীজন টুইটারে অ্যাকাউন্ট রয়েছে। এটিতে সর্বসাধারণের ব্যবহার খুব কম করে থাকে। উন্নত রাষ্ট্রগুলো তে টুইটার ব্যাপক জনপ্রিয়। তাই আমি আজকের বিষয়টি নির্বাচন করেছি ‘Twitter এ টুইট করে নামি দামি গুণীজন’।
আমরা উইকিপিডিয়া থেকে জানতে পারি, টুইটার হলো সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটা ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ 280 অক্ষরের কথা বার্তা আদান প্রদান করতে পারেন।
ফেসবুকে আমরা সাধারণত একজন অন্য জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই বা পেইজ এ লাইক দেই এবং গ্রুপে জয়েন করি। কিন্তু টুইটারে এই বিষয়গুলো একটু ব্যতিক্রম। এখানে আমরা অন্য জানের তথ্যগুলোকে পড়ার জন্য বা তর পাঠক হওয়ার জন্য বা তার বন্ধু হওয়ার জন্য আমরা তাকে ফলো করি বা অনুসরণ করতে হয়।
টুইটারের প্রতিষ্ঠা
আমরা জানতে পারি যে টুইটার 21 শে মার্চ 2006 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 14 বছর আগে টুইটার প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
টুইটার প্রতিষ্ঠাতা চারজন, তারা হলেন- জ্যাক ডোরসে, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস।
টুইটারকে আমরা জানি অনেকেই ইন্টারনেটের এসএমএস বলে থাকেন। খুদে বার্তা পাঠানোর এক অন্যতম মাধ্যম টুইটার। টুইটার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যম, প্রথমটি হল ফেসবুক।
আমরা এবার জানব টুইটার এর সবচেয়ে জনপ্রিয় 10 জন ব্যক্তি সম্পর্কে। তারা হলেন-
Rank | Grade | Username | Tweets | Followers | Following |
1 | A++ | BarackObama | 15836 | 119,510,103 | 605,160 |
2 | A++ | justinbieber | 31056 | 112,017,736 | 298,411 |
3 | A++ | katyperry | 10712 | 108,546,852 | 224 |
4 | A++ | rihanna | 10484 | 97,143,957 | 1,042 |
5 | A++ | taylorswift13 | 464 | 86,463,034 | 0 |
6 | A++ | cristiano | 3543 | 85,415,808 | 51 |
7 | A++ | realDonaldTrump | 52697 | 81,939,076 | 46 |
8 | A++ | ladygaga | 9249 | 81,705,835 | 122,661 |
9 | A++ | TheEllenShow | 21936 | 80,170,353 | 27,437 |
10 | A++ | ArianaGrande | 46524 | 74,740,118 | 59,101 |
Twitter হতে পারে আপনার অনলাইন আয়ের অন্যতম একটি মাধ্যম। যা আমি বিস্তারিত এই সাইটে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলবে……………………..